Shining Star

বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০১৯

Gano Moringa

গ্যানো মরিঙ্গা
ফুড ক্যাপসুল


উপাদানঃ রেড মাশরুম  ও মরিঙ্গা থেকে  সংগৃহীত।

কার্যকারিতাঃ
  • প্রোটিনের পরিমাণ দইয়ের চেয়ে ০২ গুণ বেশি বিদ্যমান।
  • লিভারের প্রোটিন সমৃদ্ধি করে, নষ্ট হয়ে যাওয়া প্রতিহত  করে।
  • ভিটামিন  ই, সি বিষণ্নতা মানসিক চাপ ও স্বাস্থ্যের উন্নয়নে সহায়তা করে।
  • ভিটামিন বি, বি১, বি২, বি৩, বি৫, বি৬, বি১২, ডি, ই, কে, ফলিক  এসিড বিদ্যমান।
  • অ্যান্টি ব্যাক্টরিয়াল, ফাংঙ্গাল মূূত্রণালী, রক্ত ও ছত্রাকের সংক্রামন থেকে প্রতিহত করে।
  • গাজর থেকে ০৪ গুণ বেশি ভিটামিন এ, কলার চেয়ে ০৩ গুণ বেশি পটাশিয়াম বিদ্যমান।
  • ৩৬ প্রকারের অ্যান্টি-ইনফ্লামেটোরি কম্পাউন্ডস এবং ৪৬ প্রকারের এ্যান্টি-অক্সিডেন্টস রয়েছে।
  • রক্তের ক্ষত নিরাময় করে, দ্রুত রক্তপাত বন্ধ করে  এবং জখমের ঘা শুকাতে বিশেষ কার্যকরী।
  • ভিটামিন এ.  সি. ক্যালসিয়াাম, পটাসিয়াম, প্রোটিন ও খনিজ, অ্যামিনো এসিডের উৎস বিদ্যমান।
  • গরুর দুধের চেয়ে ০৪ গুণ বেশি ক্যালসিয়াম, কমলার চেয়ে ০৭ গুণ বেশি ভিটামিন সি বিদ্যমান।
  • ডায়াবেটিস, শ্বাসযন্ত্রের সমস্যা, কার্ডিওভাসকুলা  রোগ, আর্থ্রাইটিস  এবং স্থুলতার মতো দীর্ঘস্থায়ী রোগের  প্রতিকার সম্ভব।
  • ক্যালসিয়াম, ক্লোরাইড, ক্রোমিয়াম, কপার, ফ্লোরাইন, আয়রণ, ম্যাগনেসিয়াম,  মাঙ্গানিজ, ফসফরাস, পটাসিয়াম, সোডিয়াম, সেলেনিয়াম, সালফার, জিংক।
  • ক্যান্সার, ডায়াবেটিস,  রক্তসল্পতা,  বাতের ব্যাথা (রিউম্যাটিজম), হজমক্রিয়ার সমস্যা, এলার্জি, হাঁপানি, কোষ্ঠকাঠিন্য, পেট ব্যাথা, ডায়রিয়া, মৃগীরোগ, আলসার, দীর্ঘমেয়াদি মাথাব্যাথা, হার্টের সমস্যা, উচ্চ রক্তচাপ, কিডনির পাথর, থাইরয়েডের রোগ, ব্যাকটেরিয়া, ফুসকা, ভাইরাস রোগ থেকে নিরাময়ে সহাযতা করে।

সেবন বিধিঃ  সকালে নাস্তার পর ১/২  থেকে ১ চা চামচ পাউডার ১ গ্লাস বিশুদ্ধ পানিতে মিশিয়ে পান করুন। রাতে খাবার পর ১ গ্লাস হালকা গরম দুধ, চা/মধু আথবা পানির সাথে মিশিয়ে পান করুন।

অর্ডার করতেঃ-
মোবাইল- ০১৭৭৪-২০৫৬৭৬
ই-মেইল- zhmithun7@gmail.com

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন